দ্য ওয়াল ব্যুরো: লাল গ্রহে কি তবে প্রাণ আছে? এখনও মরে যায়নি মঙ্গল, ধুকপুক করছে কোনও অজানা রহস্য় নিয়ে! মঙ্গল-মুলুকে প্রাণ খুঁজে বের করার দায়িত্ব নাসার 'মিস কৌতুহল' বা কিউরিওসিটি ও পারসিভিয়ারেন্স রোভারের। দু'দিন আগে জানুয়ারির ১৭ তারিখে চমকে দেওয়ার মতো খবর পাঠিয়েছে কিউরিওসিটি।